২০০৯ সালে একতা কাপুরের ডেইলি সোপ পবিত্র রিসতা দিয়ে টেলিভিশনে পা রাখেন সুশান্ত সিং রাজপুত। পবিত্র রিসতার দেদার সাফল্যের পর বলিউডে পা রাখেন সুশান্ত। তবে বি টউনে পা রাখার আগে পবিত্র রিসতার সেট থেকেই অঙ্কিতা লোখন্ডের সঙ্গে সম্পর্কে জড়ান সুশান্ত সিং রাজপুত। শুধু তাই নয়, সুশান্ত-অঙ্কিতার সম্পর্ক ছিল টলি টাউনের অন্যতম চর্চিত বিষয়।
অঙ্কিতার সঙ্গে সম্পর্ক তৈরি হওয়ার পর একটি রিয়েলিটি শোয়ে একসঙ্গে হাজির হন সুশান্ত সিং রাজপুত। ওই রিয়েলিটি শোয়েই অঙ্কিতা লোখন্ডকে ভালবাসার প্রস্তাব দেন অভিনেতা। যা দেখে উচ্ছ্বসিত হয়ে ওঠেন অঙ্কিতা। সুশান্তের মৃত্যুর পর অঙ্কিতার সঙ্গে তাঁর সেই ভালবাসার মুহূর্তই এখন ভাইরাল হতে শুরু করেছে সামাজিক মাধ্যমে।