করোনা পরিস্থিতির কারণে ১৫ এপ্রিল পর্যন্ত স্থগিত করা হয়েছিল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের আসর। করোনাভাইরাসের সংক্রমণ রোধে ২১ দিনের লকডাউন দেয়া হয়েছিল ভারতে। মঙ্গলবার সেই লকডাউন বাড়িয়ে ৩মে পর্যন্ত নেয়া হয়েছে।
এর ফলে অনিশ্চয়তায় পড়ে গেছে আইপিএল। বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই) এমন পরিস্থিতিতে অনির্দিষ্টকালের জন্য স্থগিত করে দিতে পারে এবারের আসরটি। পরিস্থিতি স্বাভাবিক দ্রুত স্বাভাবিক না হলে এ বছর আর আইপিএল হচ্ছে না।
এই বিষয়টি নিশ্চিত হয়ে গেছে। শুরুতে ২৯ মার্চ শুরু হওয়ার কথা ছিল আইপিএলের ১৩তম আসর। কিন্তু করোনাভাইরাসের তাণ্ডবের কারণে আন্তর্জাতিক ক্রিকেটের মতো স্থগিত করা হয় আইপিএলও।