মোহাম্মদ সেলিম উদ্দিন
কক্সবাজার সদর উপজেলার লাগোয়া বাস টার্মিনাল সংলগ্ন আদর্শ মহিলা কামিল মাদ্রাসায় শেখ রাসেল দিবস ২০২১ উপলক্ষে আলোচনা সভা ও চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়।১৮ অক্টোবর সকাল ১১টায় মাদ্রাসা অধ্যক্ষ মৌলানা ফরিদ আহমদ চৌধুরীর সভাপতিত্বে মাদ্রাসা মিলনায়তনে উক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন ১০ শ্রেণির ছাত্রী ফারজানা আকতার।ইসলামী সংগীত পরিবেশন করেন দ্বাদশ শ্রেণির ছাত্রী সুমাইয়া ইসলাম।সভায় শেখ রাসেল দিবস ২০২১ এর তাৎপর্য তুলে ধরে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেন মাদ্রাসা শিক্ষক মাস্টার জাকের আহমদ,মাস্টার শফিউল আলম,মাস্টার সেলিম উদ্দিন,শিক্ষিকা মনোয়ারা বেগম,শিক্ষিকা আশরাফুন্নেছা সহকারী অধ্যাপক ডঃ মৌলানা নুরুল আবছার, প্রভাষক শাহেদুল করিম,সহকারী অধ্যাপক দেলোয়ার হোসেন, উপাধ্যক্ষ মৌলানা জহির আহমদ।সভাপতির বক্তব্যে মাদ্রাসার অধ্যক্ষ মৌলানা ফরিদ আহমদ চৌধুরী বলেন, ১৯৭৫ সালে আগস্ট মাসে জাতিরজনক বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যা করে একটি মহল মনে করেছিল বাংলাদেশ থেকে বঙ্গবন্ধু কে নিঃচ্ছিন্ন করা হয়েছে।অতচ আমরা দেখতে পাচ্ছি যারা এ ষড়যন্ত্র করেছেন তারাই নিঃচ্ছিন্ন হয়ে গেছেন।ইসলাম কোন ধরনের হত্যা কে পচন্দ করেনা।সে দিন শেখ রাসেল আট বছরের শিশু।কি অপরাধ ছিল রাসেলের তাকে এভাবে হত্যা করা হলো।এ জাতি কি এ প্রশ্নের উত্তর খুঁজে পেয়েছে।যারা এ হত্যা সংগঠিত করেছিল তারা বিপদগামী কয়েকজন মাত্র।আজ হয়ত শেখ রাসেল বেঁচে থাকলে প্রধান মন্ত্রীর চেয়ারে আমরা তাকেই দেখতে পেতাম।আজ শেখ রাসেলের ৫৮তম জন্মদিন।এই দিনটি এ বছর থেকে শেখ রাসেল দিবস হিসাবে জাতীয় ভাবে উদযাপন করার সিদ্ধান্তকে সাধুবাদ জানায়।আলোচনা শেষে শেখ রাসেল সহ বঙ্গবন্ধু পরিবারের শহীদের আত্বার মাগফেরাত কামনা করে মোনাজাত পরিচালনা করেন মাদ্রাসার অধ্যক্ষ মৌলানা ফরিদ আহমদ চৌধুরী।