মন্জুরা আক্তার ( মন্জুরা)
নষ্ট হয়ে গেছে পৃথিবী,
পঁচে গেছে, খুব দূর্গন্ধ,
ধরা যায় না, ছোঁয়া যায় না।
বদলে গেছে পুরো বিশ্ব।
বদলে গেছে মানুষের মানসিকতা, বিবেক।
কি এক ভয়াবহ অসুখ!
বিষাক্ত গ্যাসের মতো মৃত্যুর বীভৎস গন্ধ,
ছড়িয়ে আছে বাতাসে।
প্রতিটা মুহূর্তে জীবনের অনিশ্চয়তা।
আধিপত্য বাদীরা নির্লজ্জের মতো
জেগেছে দ্বিগুণ শক্তি তে,
খাচ্ছে লুটেপুটে।
ঝিমিয়ে পড়েছে মানুষের বিবেক-
চাপা পড়েছে অতলে।
ক্ষত বিক্ষত হচ্ছে সর্বস্তরের দূর্বল শ্রেণী,
মানবতা মুখ থুবড়ে পড়ে আছে।
অনাচার ব্যাভিচারে উৎতপ্ত এই পৃথিবী।
বৃদ্ধের হাতে শিশু ধর্ষণ।
শতাব্দীর পর শতাব্দী গরীবের
রক্ত চুষে নিচ্ছে মানুষ রূপী কিছু পিশাচ।
ধনীরা করছে সম্পদের পাহাড়।
লোভ লালসার কারণে–
বেড়ে গেছে চুরি ডাকাতি।
ক্রোধের কারণে মানুষ মনুষ্যত্ব
হারাচ্ছে প্রতিনিয়ত।
মুখোশের আড়ালে লুকিয়ে আছে-
মানুষ রূপী অমানুষ।
মানুষ তো মানুষ ই
মনুষ্যত্ব না থাকলে মানুষ মুল্যহীন।