মোহাম্মদ দেলোয়ার হোসেন:
নিহত পুলিশ সদস্যের মেয়ের বিয়ের বন্দোবস্ত করল নোয়াখালী জেলা পুলিশ। কনস্টেবল আনোয়ার উল্যাহ ২০০৯ সালে কক্সবাজার জেলার চকোরিয়া থানায় কর্তব্যরত অবস্থায় সড়ক দুর্টঘনায় নিহত হন। আর্থিক অসচ্ছলতার কারণে তার স্ত্রী জোয়েদা আক্তার সেজ মেয়ে আসমাউল হোসনা মুক্তা’র বিয়ের খরচ জোগাতে হিমশিম খাচ্ছিলেন। এমন খবর পেয়ে নোয়াখালী জেলা পুলিশ সুপার জনাব মোঃ আলমগীর হোসেন এর নেতৃত্বে পাশে এসে দাঁড়ায় জেলা পুলিশ, নোয়াখালী। আজ ১০/০৮/২০২০ (সোমবার) সুধারাম থানাস্থ ৮ নং এজবালিয়া ইউনিয়নের পূর্ব এজবালিয়া গ্রামে কনের নিজ বাড়ীতে আয়োজন করে বিয়ের। বর রিয়াজ উদ্দিন আজাদ একই ইউনিয়নের চর শুল্যকিয়া গ্রামের বাসিন্দা। জেলা পুলিশের প্রীতি উপহার নিয়ে কনের বাড়ীতে যান অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) জনাব দীপক জ্যোতি খীসা, অতিরিক্ত পুলিশ সুপার (ইন-সার্ভিস ট্রেইনিং সেন্টার) জনাব মোঃ সাজ্জাদ হোসেন ও সুধারাম মডেল থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ নবীর হোসেন। পিতার অবর্তমানে অভিভাবকের দায়িত্ব পালন করায় পুলিশ সুপার জনাব মোঃ আলমগীর হোসেন এর প্রতি অসীম কৃতজ্ঞতা প্রকাশ করেন কনে আসমাউল হোসনা মুক্তা ও তার বিধবা মা জোয়েদা আক্তার।
Post Views:
449