নিজস্ব প্রতিবেদক
কক্সবাজার পৌরসভার ৬নং ওয়ার্ড়ের সাহিত্যিকা পল্লীর রাস্তার উপর ময়লা আর্বজনার দূর্গন্ধ জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।রাস্তায় বড় বড় গর্ত হয়ে পড়ায় চলাচলের ও অযোগ্য হয়ে পড়েছে।সাহিত্যিকা পল্লী বিজিবি ক্যাম্প সংযোগস্থলে রাস্তা ভেঙ্গে দু ভাগ হয়ে যাওয়ায় ছোট ছোট যানবাহন ও চলাচল করতে পারছেনা।কোন জনপ্রতিনিধি এপর্যন্ত দেখতে ও আসে নাই।এ ব্যাপারে অত্র এলাকার সাধারণ জনতা পৌরসভার মেয়রের হস্তক্ষেপ কামনা করছেন ।বিজিবি ক্যাম্প সমিতি বাজার সড়কের কাজ ও সামান্য বাকী থাকায় জনসাধারণের চলাচল খুব কষ্ঠ হচ্ছে ।সিটি কলেজ রোড় দিয়ে মসজিদ পর্যন্ত রাস্তা টিক থাকলেও মসজিদের পর হতে রাস্তার অবস্থা খুব বেশী নাজুক।জনপ্রতিনিধি গন এ রাস্তার বিষয়ে অবগত আছেন।সম্প্রতি বিভিন্ন প্রকল্পে পৌরসভা জুড়ে উন্নয়নের কাজ অব্যাহত আছে। অত্র এলাকার মুরব্বী মনসুর আলম বলেন,রাস্তার কারনে আমরা মসজিদে নামাজ পড়া বন্ধ করে দিয়েছি।দিনে যেনতেন ফজর ও এশার নামাজ পড়ার জন্য মসজিদে যেতে পারিনা।তা ছাড়া রাস্তার কিনারে কাচা পায়খানা থাকায় মল মুত্রের পানিও রাস্তায় জমা হয়ে থাকে। বিষয় টি পৌর মেয়রসহ সংশ্লীষ্ট কতৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করছেন সাহিত্যিকা পল্লীর সর্বস্তরের জনগন।
Post Views:
510