নিজস্ব প্রতিবেদক
কক্সবাজার পৌরসভার নয় নং ওয়ার্ডের খাজা মঞ্জিলের চিহ্নিত দালাল পিয়ারুকে আটক করেছে।কক্সবাজার মডেল থানার ২য় তলায় ডিউটি অফিসারের রোম থেকে তাকে আটক করা হয়।জানা যায়, পিয়ারু গত ৩১ ডিসেম্বর রাতে মদ পান করে ঐ এলাকার আমির সোলতানের ছেলে সাদ্দাম হোসাইনের বসত ভিটায় গিয়ে তাদেরকে গালাগালি করেন।পরদিন ১ জানুয়ারী ২০২১ সকাল সাড়ে ১০ টায় পিয়ারু ও ভাইয়েরা আবার গালাগালি করলে সাদ্দামের স্ত্রী আরজু তার প্রতিবাদ করলে তাকে পিয়ারুরা মারধর করে আহত করেন।ঘটনার পরে আহত আরজু কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসার জন্য আসলে বিকাল দেড়টার দিকে পিয়ারু ও অজ্ঞাত আরো ৪/৫জন পুনরায় হামলা করে সাদ্দামের মা মছুদা খাতুন, বড় ভাই নুরুচ্ছফা, বোন রাফি আক্তারকে রক্তাক্ত করে।বর্তমানে আহতরা সদর হাসপাতালে চিকিৎসাধীন আছে।এ ঘটনায় আহত পরিবারের পক্ষ থেকে মডেল থানায় অভিযোগ করতে গেলে সেখানে তাদের হুমকি দেয় ও বাধা প্রদান করে।হুমকি দেওয়া কথা সাথে সাথে এস আই সজিব কে জানানো হলে তৎক্ষনাৎ তাকে আটক করা হয়।এ রির্পোট লেখা পর্যন্ত দালাল পিয়ারু পুলিশ হেফাজতে আছেন।আরো জানা যায়,পিয়ারু দীর্ঘদিন যাবত মানুষকে থানা পুলিশের ভয় দেখিয়ে অবৈধ টাকা পয়সা আদায় করতো।করতো চাঁদাবাজি,থানার দালালির পাশাপাশি পিয়ারু ইয়াবা ব্যবসার সাথে ও জড়িত বলে জানা যায়।