পুরান ঢাকার শ্যামবাজারের কাছে বুড়িগঙ্গায় আজ সোমবার সকালে শতাধিক যাত্রী নিয়ে লঞ্চডুবির পর অন্তত ৩০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
সকাল নয়টার দিকে এমএল মর্নিং বার্ড নামের লঞ্চটি মুন্সিগঞ্জের কাঠপট্টি এলাকা থেকে সদরঘাটের উদ্দেশে রওনা হয়। সদরঘাটের কাছেই ফরাসগঞ্জ ঘাট এলাকায় নদীতে লঞ্চটি ডুবে যায়।
ময়ূর-২’ লঞ্চের ধাক্কায় মুন্সীগঞ্জ থেকে ঢাকার সদরঘাটগামী ‘মর্নিং বার্ড’ লঞ্চটি ডুবে যায় উল্লেখ করে দমকল বাহিনীর সদরদপ্তরের ডিউটি অফিসার শাহাদৎ হোসেন দ্য ডেইলি স্টারকে বলেন, ‘কয়েকজন যাত্রী সাঁতরিয়ে তীরে উঠতে সক্ষম হয়েছেন। দমকল বাহিনী অন্যদের উদ্ধারে কাজ করছে।’
বিআইডব্লুটিএর উদ্ধারকারী জাহাজ নারায়ণগঞ্জ থেকে আসছে বলেও জানান তিনি।