অনলাইন ডেস্ক : সৌদি আরবের মদিনা আল মনোয়ারায় আল-খলিল এলাকায় একটি সোফা কারখানায় আগুন লেগে ৭ বাংলাদেশির মৃত্যু হয়েছে। অগ্নিকাণ্ডে মৃতদের সবার বাড়ি দক্ষিণ চট্টগ্রাম ও কক্সবাজার জেলায় স্থানীয় সময় বুধবার (১০ ফেব্রুয়ারি) রাত ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।মৃতদের মধ্যে কক্সবাজারের টেকনাফের ৩ জন,রামুর ১জন , চট্টগ্রাম দক্ষিণ জেলা লোহাগাড়া থানার ২ জন বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ দুইজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন দক্ষিণ চট্টগ্রামের লোহাগাড়া সদর ইউনিয়ন ৯নং ওয়ার্ড দক্ষিণ সূখছড়ি শাম্বির পাড়ার দুই সহোদর নিজাম ও তার ছোট ভাই আরাফাত। বাকিদের নাম পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি।তবে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছেন মদিনায় নিযুক্ত জেদ্দা কনস্যুলেটের আইন সহকারী।জেদ্দাস্থ বাংলাদেশ কনস্যুলেটে শ্রম কাউন্সিলর আমিনুল ইসলামের সাথে কথা বলে জানা যায়, মদিনায় সোফা কারখানায় আগুন লাগার খবর শুনতে পেয়ে তাৎক্ষণিক মদিনায় নিযুক্ত আইন সহকারীকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে।উল্লেখ্য, গত চার বছর আগে রিয়াদের হারাজ বিন কাশেম মানফুহা জেলার একটি সোফা কারখানায় ৪ বাংলাদেশি শ্রমিক আগুনে পুড়ে মারা যান। ঠিক তার এক বছর আগে দাম্মামের দাল্লা সানাইয়া এলাকার একটি সোফা কারখানায় অগ্নিকাণ্ডে ৪ বাংলাদেশি নাগরিকসহ ৬ জনের মৃত্যু হয়।