এম নুরুল কাদের
মাতারবাড়ী উচ্চ বিদ্যালয়ের মাঠে গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণে ৩ জন নিহত ও ৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। মাতারবাড়ী আজিজিয়া মাদ্রাসায় চলছে ২দিন ব্যাপী বার্ষিক সভা। শুক্রবার ছিল শেষ দিন। সভায় মালামাল বিক্রির জন্য স্থান করে দেয়া হয়েছে হাইস্কুলের মাঠে। এতে বেলুন বিক্রেতা সকালে বেলুনে গ্যাস ভরার সময় হঠাৎ গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণ হয়।এতে ৩ জন ঘটনা স্থলে মারা যান। আরো ১৫ জন আহত হওয়ার খবর পাওয়া যায়। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে প্রেরণ করেছে। তৎক্ষানিক হতাহতদের নাম ও ঠিকানা পাওয়া যায়নি।