আবুল কালাম আজাদ
রামু উপজেলার রাজারকুল হাজী পাড়ায় জয়নাব আক্তার নামীয় এক মহিলার অসহায় পরিবারকে একই এলাকার কতিপয় প্রভাবশালী ব্যক্তি কর্তৃক নির্মম নির্যাতনের খবর পাওয়া গেছে।অভিযুক্তরা একই এলাকার কবির আহমদের পুত্র শামসুল আলম,মোহাম্মদ সফির পুত্র কাজল, মকবুল আহমদের পুত্র রুবেল, মৃত গোলাম কাদেরের পুত্র মকবুল আহমেদ, নুরুল আলমের স্ত্রী কোহিনুর আক্তার, নূর মোহাম্মদের স্ত্রী রোজিনা,সাইফুল ইসলামের স্ত্রী মিনুয়ারা আক্তার,মকবুল আহমদের স্ত্রী রাশেদা আক্তার, শামসুল আলমের স্ত্রী হালিমা বেগম। ভূক্তভোগী এবং এলাকাবাসী সুত্রে জানা যায়,বিগত ৭ অক্টোবর ২০২০ ইংরেজি তারিখ নুরুল আলমের স্ত্রী জয়নাব আক্তার এবং তার পরিবারকে তাদের পৈত্রিক জায়গার একটি অংশ ছেড়ে দেওয়ার জন্য চাপ সৃষ্টি করলে ঘটনার সূত্রপাত হয় এবং অভিযুক্তরা জয়নাব আক্তার এবং তার পরিবারের সকল সদস্যকে ব্যাপক মারধর করে জখম করে। উপায়ন্তর না দেখে তারা আইনের আশ্রয় নিলে প্রতিপক্ষ ক্ষিপ্ত হয়ে তাদের ওপর নির্যাতন অব্যাহত রাখে এবং পরপর তিনবার তাদেরকে শারীরিকভাবে নাজেহাল করে।ভূক্তভোগীরা বাধ্য হয়ে জানমাল রক্ষার্থে সন্ত্রাসীদের বিরুদ্ধে জয়নাব আক্তার বাদী হয়ে বিজ্ঞ আদালতে মামলা দায়ের করেন যাহার সি আর মামলা নং-৩৩৫/২০(রামু)।উক্ত প্রভাবশালী মহল ভূক্তভোগীদের বিরুদ্ধে একটি মিথ্যা কাউন্টার মামলা দায়ের করে(সি আর মামলা নং-৩৪৪/২০-রামু)যাহা সম্পূর্ণ মিথ্যা,ভিত্তিহীন এবং উদ্দেশ্য প্রণোদিত।উক্ত প্রভাবশালী মহল মামলা উঠিয়ে নেওয়ার জন্য জয়নাব আক্তারের পরিবারকে বিভিন্ন হুমকি- ধামকি,নির্যাতন অব্যাহত রাখে বলে জানান ভূক্তভোগীর পরিবার।তারই ধারাবাহিকতায় গত ১২জানুয়ারি সকাল ১০ ঘটিকার সময় জয়নাব আক্তার তাদের নিজস্ব টিউবওয়েলে পানি নিতে আসলে সন্ত্রাসীরা সংঘবদ্ধ হয়ে তাকে পুনরায় আক্রমণ করার উদ্দেশ্যে তেড়ে আসে। জয়নাব আক্তার কোন রকমে পালিয়ে প্রান বাঁচিয়ে বাড়িতে চলে আসেন বলে জানান আমাদের প্রতিবেদককে।জয়নাব আক্তারের স্বামী নুরুল আলম আরও জানান,অভিযুক্ত মকবুল আহমদ ১৩ জানুয়ারি বিকেল ৫ ঘটিকার সময় নুরুল আলমের ঘরের সামনে এসে তাকে এই বলে হুমকি দেয় যে,”আগে তো মেরে হাসপাতালে ভর্তি করেছি,মামলা উঠিয়ে না নিলে এইবার দুনিয়া থেকে বিদায় করে দেব”।ঐঅসহায় পরিবারের দুই স্কুল পড়ুয়া মেয়েকে তাদের আসা-যাওয়ার পথে নানাভাবে উত্যক্ত করাসহ অশ্রাব্য ভাষায় গালি-গালাজ করে এবং ছেলে কামরুলকে চাকরি থেকে আসার পথে রাস্তায় মেরে লাশ ফেলে দেবে,ইয়াবা দিয়ে ফাঁসাবে,বিভিন্ন হয়রানিমূলক মামলায় জড়াবে মর্মে প্রকাশ্যে হুমকি -ধামকি দিচ্ছে বলে অভিযোগ করেন তাদের মা জয়নাব আক্তার। ভূক্তভোগী পরিবারের বিরুদ্ধে ঐ প্রভাবশালীগন কর্তৃক করা কাউন্টার মামলার তদন্তের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা রামু থানার পুলিশ উপ-পরিদর্শক কামরুল অপরাধীদের পক্ষাবলম্বন করে জয়নাব আক্তারের পরিবারের উপর চাপ সৃষ্টির চেষ্টা করতেছে বলেও অভিযোগ করেন তারা। এ বিষয়ে জানতে চাইলে এস আই কামরুল বলেন, তাদেরকে ময়লা-আবর্জনাযুক্ত একটি অপরিচ্ছন্ন জায়গা ভরাট করতে বলেছি পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য,আর কিছু না। প্রভাবশালী ও সন্ত্রাসীদের রোষানল থেকে রক্ষা পেতে ভুক্তভোগী অসহায় পরিবার প্রশাসনের ঊর্ধ্বতন মহল এবং স্থানীয় গণ্যমান্য লোকদের কাছে আকুল আবেদন জানান।