প্রেস নিউজ
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) কেন্দ্রীয় কমিটির সহ সম্পাদক মিজান উর রশিদ মিজান ৩ দিনের সাংগঠনিক সফরে কক্সবাজার অবস্থন করছেন। তিনি আজ বিকাল ৪ টায় বিএমএসএফ কক্সবাজার জেলা শাখার আহবায়ক কমিটি ও জেলা সদস্যদের সাথে বিএমএসএফ কেন্দ্রীয় কমিটি ঘোষিত সাংবাদিক নির্যাতন হামলা মামলা বন্ধ, সাংবাদিকদের জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে সাংবাদিকদের সুরক্ষা আইন প্রণয়নের দাবীতে চলমান আন্দোলনে জেলার প্রতিটি শাখার সদস্যদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করন এবং কক্সবাজার জেলার সাংগঠনিক অবস্থা সম্পর্কে মতবিনিময়ের পাশাপাশি কক্সবাজার জেলার পুর্নাঙ্গ কমিটি গঠন, টেকনাফ উপজেলা শাখার গঠিত কমিটির চুড়ান্ত অনুমোদন প্রসঙ্গে এবং সদ্য ঘোষিত ঈদগাঁ থানা কমিটি ও মহেশখালী উপজেলার পুর্নাঙ্গ কমিটি গঠন কল্পে কক্সবাজার জেলা কমিটি আয়োজিত জরুরী সভায় অংশ নিবেন বলে বিএমএসএফ কেন্দ্রীয় কমিটি সুত্রে জানা গেছে। আগামী ১৩ মার্চ বিকাল ৪ টায় বিএমএসএফ কক্সবাজার জেলার আওতাধীন প্রত্যেক উপজেলা ও থানা শাখার সকল সদস্যদের বিএমএসএফ কক্সবাজার জেলার অস্থায়ী কার্যালয় (দৈনিক আলোকিত উখিয়া কক্সবাজার অফিস) এ উপস্থিত থাকার জন্য জরুরী ভিত্তিতে অনুরোধ করেন বিএমএসএফ কক্সবাজার জেলার আহবায়ক মোঃ শহীদুল্লাহ। উক্ত জরুরী সভায় সকল সদস্যদের উপস্থিত থাকা আবশ্যক বলে জানিয়েছেন কক্সবাজার জেলা আহবায়ক।